শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

আপনার সাইট Internet.org তে এড করুন, নিয়ে নিন হাজার হাজার ভিজিটর

আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ট্রিকস্। আমি অনেক জায়গাই দেখেছি অনেকেই প্রশ্ন করে internet.org তে সাইট সাবমিট করবো কিভাবে। তাই এই বিষয়ে লিখতে বসলাম।

তো চলুন কাজ শুরু করি।

কোন রকম ভুল করবেন না।তাহলে কিন্তু সাইট সাবমিট হবে না।

আর আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হলো আপনার সাইটে কোন ধরনের JavaScript বা popads কোড থাকতে পারবে না । থাকলে আপনার সাইট এপ্রোব হবে না।

কাজ শুরু করি

==>> প্রথমে এখানে যান।

তারপর নিচে যেভাবে বলা হয়েছে সেভাবে ইনফরমেশনগুলো বসানন।

তারপর New site submission এ ক্লিক করুন। usiness Name সিলেক্ট করুন Your Name তারপর আপনার দিন। Email Address এবার ইমেল এ্যাডরেস দিন। Phone number আপনার নম্বর দিন। Country এর জায়গায় বাংলাদেশ দিন। এবার Site Information দিতে হবে। site এর জায়গায় আপনার সাইট নাম দিন। Category এর জায়গায় আপনার সাইটের ক্যাটাগরি দিন। Hero Images এর আপনার সাইটের লগো আপলোড করুন Thumbnail এ আপনার ইচ্ছামত একটা ছবি দিন। Your Message এ আপনার ইচ্ছা মত সাইট সম্পর্কে লিখুনন। Add a URL এ আপনার সাইটের নাম দিন। এবার নিচে একদম খালি ঘরে একটা টিক দিন। তারপর submit এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। এরপর Internet.org কতৃপক্ষ আপনার অনুরোধ এবং সাইট বিশ্লেষণ করে আপনাকে ই-মেইলে সব জানাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন