মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

দেখে নিন আপনি কোন জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন

screenshoty.jpg

দেখে নিন আপনি কোন জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন আসসালামুয়ালাইকুম, টেকী বন্ধুরা সকলেই কেমন আছেন ? আশা করি ভাল ! আমিও মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । আজ আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট এর সন্ধান দিব যেটির মাধ্যমে আপনি আপনার লোকেশন ও আইপি দেখতে পারবেন । তাছাড়া, ডোমেইন ও সার্ভারের তথ্যও দেখতে পারবেন। বিদেশের আইপি ব্যবহার করে অনেকে অনালাইনে কাজ করে থাকেন, তাছাড়া অনেকের নিজের আইপির প্রয়োজন হয়। যে ইনফরমেশন গুলো এখান থেকে পাবেনঃ আপনি কোন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার করছেন । কোন এলাকা থেকে । কোন অপারেটরের মাধ্যমে । যেমনঃ টেলিটক, ব্রডব্যান্ড ইত্যাদি সেটির আইপি, ডিএনএস । আপনার টাইম জোন । কোন ব্রাউজার দিয়ে ব্যবহার করছেন । তাছাড়া ইত্যাদি আরও অনেক কিছু...। অনেকের এই ওয়েবসাইটটি জানা থাকতে পারে । যাদের জানা নেই তাঁদের জন্যই আজকের আমার এই টিউন । যাইহোক, কথা না বাড়িয়ে ওয়েবসাইটটি থেকে ঘুরে আসা যাক, ওয়েবসাইট লিংকঃ এখানে “ক্লিক” করুন তারপর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেগুলো উপরে বলা হয়েছে... Take This Photo তাছাড়া আপনার ডোমেইন ও সার্ভার এর তথ্য গুলো দেখতে নিচের নিয়মটি দেখুন... Take This Photo ডোমেইন এর তথ্য গুলো দেখতে নিচের নিয়মটি অনুসরণ করুন... Take This Photo

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন