মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

কীভাবে বুঝবেন আপনার মেইল পড়া হয়েছে কিনা

মেইল পড়া হয়েছে কিনা প্রয়োজনীয়- অপ্রয়োজনীয় অনেক ইমেইল এসে জমা হয় প্রতিদিন। এসবের ভিড়ে অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ইমেইলও চোখে পড়ে না। ধরুন, আপনিই খুব গুরুত্বপূর্ণ একটি ইমেইল কাউকে পাঠিয়েছেন। অথচ, সময় মতো জবাব বা ফিরতি ইমেইল পাচ্ছেন না। এমনটি হলে প্রাপক আপনার ইমেইল পড়েছে কিনা, তা নিশ্চিত হওয়া জরুরি। এ ক্ষেত্রে একটি উপায় অবশ্য আছে। নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে www.spypig.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন বা সাইন আপ করুন। MySpyPig Factory- তে ক্লিক করুন, এরপর কাক্সিক্ষত ইমেইল ঠিকানা প্রবেশ করান। সঙ্গে ইমেইলের বিষয়ও উল্লেখ করতে হবে। এরপর একটি ছবি নির্বাচন করতে হবে। ছবিটি পাঠানো ইমেইলের সঙ্গে যুক্ত থাকবে (এই ছবিটিই ট্র্যাক করবে, প্রাপক আপনার ইমেইল খুলে পড়েছে কিনা)। Create My SpyPig এ ক্লিক করুন। শেষ ধাপে, প্রদর্শিত ছবি কপি করে আপনার ইমেইলে পেস্ট করুন। এরপর ইমেইল পাঠানোর পর প্রাপক তা খুললে বা পড়লে নোটিফিকেশন আসবে। সঙ্গে প্রাপকের আইপি ও অন্যান্য তথ্যও দেখাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন