শনিবার, ৭ মে, ২০১৬

৭ রকমের মানুষকে আপনার ফেসবুক থেকে এখুনি রিমুভ করে দিন

আপনি আপনার ফেসবুক আইডিটি খুঁজে দেখবেন এমন কিছু ফেসবুক ফ্রেন্ড রয়েছে যারা আপনার জীবনের জন্য অপ্রয়োজনীয়। আপনি হয়তো বা নিজেই জানেন না কোন ঝোঁকের মাথায় তাকে আপনি ফ্রেন্ড বানিয়ে ফেলেছেন। তাই জেনে নিন এমন কয়েকটি ফেসবুক ফ্রেন্ড সম্পর্কে যাদের আনফ্রেন্ড করা উচিৎ এই মুহুর্তেই। কেননা এরা বিরক্তিকর , আপনার যোগ্য নয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দারুণ ঝামেলাও তৈরি করতে পারে। নিজেকে নিরাপদ রাখতে এদের এড়িয়ে চলাই মঙ্গলজনক। একদম অপরিচিত যে কেউ : এমন অনেক ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ত আপনি এক্সেপ্ট করেছেন যাদের আপনি একেবারেই চেনেন না বা জানেন না। কোন মিউচুয়াল ফ্রেন্ডও নেই। এমন কেউ যদি আপনার ফ্রেন্ড হয়ে থাকে তবে তাদের আনফ্রেন্ড করাটাই শ্রেয়। কেননা আপনাকে চেনেন এমন ফ্রেন্ড আপনাকে যেভাবে মূল্যায়ণ করবেন তারা সেভাবে নাও করতে পারে। অবশ্য নারী এবং পুরুষের ক্ষেত্রে বিষয়টি একেবারেই ভিন্ন। বিরক্তের বিষয়টি বেশিরভাগ ক্ষেত্রেই তৈরি হয় পুরুষদের কাছ থেকে। অযোগ্য ফ্রেন্ড : খেয়াল করে দেখুন এমন গুটি কয়েক ফ্রেন্ডকে হয়ত আপনি এক্সেপ্ট করেছেন যাদের যোগ্যতা একেবারেই আপনার পর্যায়ে নয়। অর্থাৎ যেকোনো ধরনের যোগ্যতার দিক থেকে সে বা তারা আপনার ফ্রেন্ড সার্কেলের উপযুক্ত নয়। এমন ফ্রেন্ডদেরকে অবশ্যেই আনফ্রেন্ড করা উচিৎ। অযথা মেলামেশা বাড়াবার আগেই। ফেইক ফ্রেন্ড : আজকাল ফেইক আইডির সাথে বন্ধুত্ব করেছেন এমন অনেকেই আছেন। এরা আসলে ছদ্মবেশী হয়ে থাকে। এই ধরনের অ্যাড্রেসগুলো খুঁজে বের করতে ভালোভাবে লক্ষ্য করুন এদের ফ্রেন্ড সার্কেলটি বা ফটো গ্যালারিটি। খুব কম তথ্যসম্পন্ন আইডিগুলোই সাধারণত এই ধরনের ফেইক আইডি হওয়ার সম্ভাবনা থাকে। এদেরকে খুঁজে বের করে আনফ্রেন্ড করুন।. ধর্ম গোঁড়া ফ্রেন্ড : এমন অনেক আইডির সাথে হয়ত আপনার পরিচয় হবে যারা অনেকটাই ধর্ম গোঁড়া মানসিকতা ধারণ করেন। আসলে এদের ভালোভাবে চেনার উপায় নেই। তবে এরা আপনার যেকোনো স্ট্যাটাসে ধর্মকে হাতিয়ার হিসেবে নিয়ে অযথা কতগুলো কমেন্ট করতে পারেন। এমন সন্দেহপ্রবণ যেকোনো ফ্রেন্ডকে আপনি আপনার ফ্রেন্ডলিস্ট থেকে বের করে দিতে পারেন। বন্ধুর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা : আপনার বন্ধুর প্রাক্তর প্রেমিক বা প্রেমিকাকে অবশ্যই আপনার ফেন্ডলিস্ট থেকে ডিলিট করে দেবেন। কারণ যেখানে আপনার বন্ধুটি তার সাথে আর সম্পর্ক রাখেননি সেখানে আপনার তার সাথে ফ্রেন্ডশিপ রাখা মানে আপনার বন্ধুটির ক্ষতি বা বন্ধুটির মনক্ষুণ্ন হওয়া। আপনার প্রাক্তন প্রেমিক প্রেমিকা : এই বিষয়টিও একই ধরনের অর্থাৎ আপনার বন্ধুর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার সাথে বন্ধুত্ব না রাখার মত বা এর চেয়েও জটিলতর। তাই অন্তত এমন কাউকে আপনার ফ্রেন্ডলিস্টে না রাখাই শ্রেয়। অসুস্থ মানসিকতার ফ্রেন্ড : ফেসবুকে এমন অনেক ফ্রেন্ড রয়েছে যারা অসুস্থ মানসিকতার হয়ে থাকেন। এরা নিজের প্রোফাইলে বাজে ধরনের অ্যাকটিভিটিস করে থাকেন। এই ধরনের অসুস্থ ফ্রেন্ডদের থেকে দূরে থাকাই ভালো।

বুধবার, ৪ মে, ২০১৬

see others friends list

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিন দিন বাড়ছে দুষ্ট লোকের সংখ্যা। এজন্য অনেকেই ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখেন। ফ্রেন্ড লিস্টের ভিসিবিলিটিটাকে ওনলি মি করে রাখলেই তা সাধারণত আর কেউ দেখতে পারে না।

তবে সবকিছুরই বিকল্প ব্যবস্থা আছে। কিভাবে অন্যের লুকানো ফ্রেন্ড লিস্ট দেখতে হয়, সেই কৌশলও ফাঁস হয়ে গিয়েছে।

★ সেই কৌশলগুলো ধাপে ধাপে এখানে তুলে ধরা হলো --

• ফেসবুকে অন্যের লুকানো ফ্রেন্ড লিস্ট দেখতে গেলে সবার প্রথমে যেতে হবে গুগল ক্রোম বাউজারে।

• এরপর ক্রোম থেকে ডাউনলোড করুন ফেসবুক ফ্রেন্ড ম্যাপার।

• এরপর ঢুকুন যার ফ্রেন্ড লিস্ট দেখতে চাইছেন, তার প্রোফাইলে।

• ক্লিক করুন রিভিল ফ্রেন্ডস অপশনে। কী ভাবছেন? ব্যস, কাজ শেষ! এই চারটি ধাপেই অন্যের লুকানো ফ্রেন্ড লিস্ট এসে যাবে আপনার হাতের মুঠোয়।

★ শুধু মাথায় রাখুন দুটি তথ্য --

• গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার না করলে কাজ হবে না। আখেরে সময় নষ্ট হবে।

• যার লুকানো ফ্রেন্ড লিস্ট দেখতে চাইছেন, তাঁর বন্ধু না হলেও চলবে! তবে, একজন মিউচুয়াল ফ্রেন্ড থাকতেই হবে!

যে ৮টি কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে!

ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে সবাই মেতে থাকে। তবে ক’জনেই বা নিয়ম জানে। ফেসবুক অ্যাকাউন্টের উপরে অনেক বিধি-নিষেধও আছে, যা না মানলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক।

জেনে নিন, কোন কোন কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে—

১. আপনি স্ট্যাটাস কিংবা মেসেজে কোনো আক্রমণাত্মক ভাষা ব্যবহার করলে এবং কেউ রিপোর্ট করলে ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

২. আপনি প্রতিদিন একই মেসেজ বন্ধু-বান্ধবদের বারবার পোস্ট করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। একই বার্তা বারবার দিতে চাইলে কনটেন্টে কিছু না কিছু বদল আনা দরকার।

৩. একদিনেই বেশি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফেসবুক সতর্ক করে। তারপরও পাঠাতে থাকলে অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হতে পারে।

৪. আপত্তিকর ছবি ও ভিডিও আপলোড করার জন্য ফেসবুক অ্যাকাউন্ট বাতিল হতে পারে।

৫. আপনার ফেসবুক ওয়ালে যদি আপনি একই পোস্ট বারবার করেন তবে সেটিকে স্প্যাম হিসেবে বিবেচনা করে সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্ট।

৬. আপনি যদি নিজের নামের পরিবর্তে সেলিব্রেটি বা অন্য কারোর নাম ব্যবহার করেন তাহলে অভিযোগ পাওয়ার ভিত্তিতে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।

৭. ‘ফেক অ্যাকাউন্ট’ বা মিথ্যা তথ্য দিয়ে খোলা আইডি ফেসবুক সমর্থন করে না। শনাক্ত করতে পারলেই তা বন্ধ করে দেয়া হয়।

৮. আপনার প্রোফাইল শুধুই বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হলে বন্ধ হয়ে যেতে পারে সেই অ্যাকাউন্ট।