বুধবার, ৪ মে, ২০১৬

see others friends list

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিন দিন বাড়ছে দুষ্ট লোকের সংখ্যা। এজন্য অনেকেই ফ্রেন্ড লিস্ট লুকিয়ে রাখেন। ফ্রেন্ড লিস্টের ভিসিবিলিটিটাকে ওনলি মি করে রাখলেই তা সাধারণত আর কেউ দেখতে পারে না।

তবে সবকিছুরই বিকল্প ব্যবস্থা আছে। কিভাবে অন্যের লুকানো ফ্রেন্ড লিস্ট দেখতে হয়, সেই কৌশলও ফাঁস হয়ে গিয়েছে।

★ সেই কৌশলগুলো ধাপে ধাপে এখানে তুলে ধরা হলো --

• ফেসবুকে অন্যের লুকানো ফ্রেন্ড লিস্ট দেখতে গেলে সবার প্রথমে যেতে হবে গুগল ক্রোম বাউজারে।

• এরপর ক্রোম থেকে ডাউনলোড করুন ফেসবুক ফ্রেন্ড ম্যাপার।

• এরপর ঢুকুন যার ফ্রেন্ড লিস্ট দেখতে চাইছেন, তার প্রোফাইলে।

• ক্লিক করুন রিভিল ফ্রেন্ডস অপশনে। কী ভাবছেন? ব্যস, কাজ শেষ! এই চারটি ধাপেই অন্যের লুকানো ফ্রেন্ড লিস্ট এসে যাবে আপনার হাতের মুঠোয়।

★ শুধু মাথায় রাখুন দুটি তথ্য --

• গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার না করলে কাজ হবে না। আখেরে সময় নষ্ট হবে।

• যার লুকানো ফ্রেন্ড লিস্ট দেখতে চাইছেন, তাঁর বন্ধু না হলেও চলবে! তবে, একজন মিউচুয়াল ফ্রেন্ড থাকতেই হবে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন