শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

Gp সিমের mb মেয়াদ বাড়ান ১.১৮ টাকায় ৩০ দিন !! [without flexi flan]

বর্তমানে গ্রামিনের flexi flan এ টাকার মেয়াদ অনেক বাড়িয়ে দিয়েছে।

তাই অধিকাংশ ব্যাবহারকারী কাছে এটা অসম্ভব যে এত টাকা দিয়ে mb মেয়াদ বাড়ানো।

flexi flan বন্ধের পর থেকেই অনেক জায়গায় অনেক ধরনের টিপস্ হয়তো আপনারা পড়েছেন, কিন্তু তার কতটুকু কাজে লাগে বা লেগেছে তা আপনারাই জানেন।

তবে আজকে আমি যে পদ্ধতিটা আমি দিচ্ছি তা পরিক্ষিত।

তাই আশাকরি আপনাদেরও কাজে দিবে।

চলুন শুরু করি :-

১:- প্রথমে আপনার গ্রামীনে নেট ডিএক্টিব করতে ডায়াল করুন ৫০০০০*৪*৩#

২:- এবার আকার নেট এক্টিব করুন, যার জন্য ডায়াল করুন ৫০০০৫৫#

৩:- এবার ডায়াল করুন ৫০০০৮*১*১*২#

ব্যাস এবার আপনার ইন্টারনেটের মেয়াদ বেড়ে গেলো ৩০ দিন। এবং যার জন্য খরচ হলো মাত্র ১.১৮ টাকা।

মোবাইল চার্জ দেওয়ার সময় যে কাজটি কখনোই করবেন না

মোবাইল ফোন সাবধানে ব্যবহার করা উচিত। বিশেষ করে চার্জ দেওয়ার সময়। তা না হলে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা।

চার্জ দেওয়ার সময় বিশেষ করে মনে রাখতে হবে—

চার্জ দেওয়ার সময় মোবাইল ফোনটি যেন বালিশের নিচে চাপা না পড়ে। সম্প্রতি নিউইয়র্ক পুলিশ এ ব্যাপারে সচেতনতা বাড়াতে কয়েকটি ছবি প্রকাশ করেছে। এ ছবিগুলোতে বালিশের নিচে মোবাইল ফোন চার্জ দেওয়া অবস্থায় রাখলে কী অবস্থা হয়, তা দেখানো হয়েছে।

নিউইয়র্ক পুলিশের ডেপুটি ইন্সপেক্টর উইলসন অ্যারামবোলস টুইটারে ছবি পোস্ট করে শিরোনামে লিখেছেন, ‘ঘুমানোর সময় ফোন চার্জ দেওয়া অবস্থায় বালিশের নিচে রাখবেন না। এই পরামর্শটি শেয়ার করুন ও নিরাপদে থাকুন।’ ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে, যে চারটি ছবি পুলিশ প্রকাশ করেছে তা সম্প্রতি যুক্তরাজ্যের কয়েকটি ঘটনার সময় প্রকাশ হয়।

দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে অনেকেই দাবি করতেন, সারা রাত মোবাইল চার্জ দিলে কিংবা পুরোপুরি ব্যাটারির চার্জ না ফুরানো পর্যন্ত চার্জ দিলে ব্যাটারি নষ্ট হয়ে হয়ে যায়। এগুলো আগে অর্থাৎ পুরোনো আমলের ব্যাটারির ক্ষেত্রে ঠিক হলেও এখন ব্যাটারি প্রযুক্তির উন্নতি ঘটেছে।

পুরোনো ফোন বা ল্যাপটপে নিকেল মেটাল হাইব্রিড ব্যাটারি থাকত যাতে অধিক চার্জ দিলে বা ব্যাটারি ফুরিয়ে গেলে চার্জ দিলে তাতে ক্ষতি হতো।

লিথিয়াম আয়ন ব্যাটারিতে এ ধরনের সমস্যা হয় না। যখন ব্যাটারিতে চার্জ পূর্ণ হয়ে যায় তখন চার্জ গ্রহণ প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় বন্ধ হয়ে যায়।

How can make a strong password ?

Passwords provide the first line of defense against unauthorized access to your computer.

The stronger your password, the more protected your computer will be from hackers and malicious software. You should make sure you have strong passwords for all accounts on your computer.

If you're using a corporate network, your network administrator might require you to use a strong password.

What makes a password strong (or weak)?

A strong password:

*) Is at least twelve characters long.

*) Does not contain your user name, real name, or company name.

*)Does not contain a complete word or Dictionary word.

*)Is significantly different from previous passwords.

Contains characters from each of the following four categories: Character category Examples

Uppercase letters A, B, C

Lowercase letters a, b, c

Numbers 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 Symbols found on the keyboard (all keyboard characters not defined as letters or numerals) and spaces ` ~ ! @ # $ % ^ & * ( ) _ - + = { } [ ] | : ; " ' < > , . ? /

Tips for creating a strong password A password might meet all the criteria above and still be a weak password. For example, Hello2U! meets all the criteria for a strong password listed above, but is still weak because it contains a complete word. H3ll0 2U! is a stronger alternative because it replaces some of the letters in the complete word with numbers and also includes spaces.

Help yourself remember your strong password by following these tips: Create an acronym from an easy-to- remember piece of information.

For example, pick a phrase that is meaningful to you, such as My son's birthday is 12 December, 2004. Using that phrase as your guide, you might use Msbi12/Dec,4 for your password.

Substitute numbers, symbols, and misspellings for letters or words in an easy- to-remember phrase. For example, My son's birthday is 12 December, 2004 could become Mi$un's Brthd8iz 12124 (it's OK to use spaces in your password).

Relate your password to a favorite hobby or sport. For example, I love to play badminton could become ILuv2PlayB@dm1nt()n.

If you feel you must write down your password in order to remember it, make sure you don't label it as your password, and keep it in a safe place.

i m giving an example of strong password Y'mF,d_r%4w_El) g.T$u@e&9-&q

ফেসবুক ফটো ভেরিফাই খুলুন, কোন proxy ছাড়া [ Photo Verify ]

সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন।

তো বেশি কথা না বলে কাজের কথাই আসি - আমাদের বর্তমানে ফেসবুক আইডি নেই এরকম লোক কমই আছে আর এই ফেসবুক চালানোর মাঝে বিশাল সমস্যা ফটো বেরিফিকেশন আর এজন্য আমাদের সাধের আইডি গুলা বাদ দিতে হয়।

আর এই সমস্যাই পড়লে সমাধান দিব আজ যেটা একদম সহজ এবং ১০০% আইডি ছেড়ে যাবে ।

যেভাবে লক খুলবেন ফটো ভেরিফিকেশনের :-

প্রয়োজনীয় উপকরণঃ

(১) :- একটি সাদা খাতা

(২) :- একটি কলম যে ফটোটা আসবে তার নাম খাতায় লিখে রাখুন। ধরুন ধানের ক্ষেতে পাখির একটি ছবি এসেছে। আপনি খাতায় লিখুন ""ধানের ক্ষেতে পাখি""।

এরপর এর পাশে ফেসবুক ছবিটা দিয়ে যেসব লোকের নাম দিয়েছে তাদের নাম পরিষ্কার করে লিখে ফেলুন। এভাবে প্রতিটা ফটোর নাম এবং ফেসবুকের দেয়া নামগুলো একটা একটা করে খাতায় লিখে রাখুন।

কোনটাতে ওকে দিবেন না।

কমপক্ষে ত্রিশ মিনিট পর আবার ফটো ভেরিফিকেশন করার চেষ্টা করবেন এবং উপরে উল্লেখিত নিয়মে আবার খাতায় সব লিখে রাখুন ।

এভাবে চেষ্টা করলে দেখবেন যে ফেসবুক আবার সেই আগের ছবিগুলোই দিচ্ছে ।

এবার মিলিয়ে দেখুন ।

প্রথমবার "ধানের ক্ষেতে পাখি"র নিচে যে নামগুলা ছিলো পরের বারের গুলোর সাথে মিলান । দেখবেন একটা নাম মিল আছে এবং এটা তারই ছবি।

(প্রয়োজনে তৃতীয়বার খাতায় লেখুন) আইডি খুলে গেলে দুই রাকাত নফল নামাজ পড়ে মহান আল্লাহর প্রতি কৃতগ্গতা প্রকাশ করতে ভুলবেন না ।

Facebook এ auto like ব্যাবহার অনেক ঝুঁকিপূর্ণ, হারাতে পারেন আপনার গোপন তথ্য !!

ফেসবুক মানুষের সঙ্গে সংযোগ করার জন্য সবচেয়ে ভাল জায়গা ।

প্রতিনিয়ত আমরা ফেসবুকে চ্যাটিং , কলিং , স্ট্যায়াস শেয়ারিং , লেটেস্ট নিউজ , ফটো, ইত্যাদি দেখার জন্য ফেসবুকে আসি । ফেসবুক আসক্তি তৈরি করে যার রসাল বৈশিষ্ট্য একটি অনেক আছে।

একটি স্বাভাবিক ফেসবুক ব্যবহারকারীর বন্ধু তালিকায় প্রায় 100-500 বন্ধু থাকে । আর এরকম একটা ফ্রেন্ডলিস্টের প্রোফাইল থেকে একটা স্ট্যাটাস শেয়ার করলে লাইক পরে মাত্র ১০ থেকে ১৫ টি । তাই এটা সত্যিই লজ্জাজনক ব্যাপার যখন আমরা আমাদের পোস্টে লাইক এবং কমেন্ট পাই না । দরুন এই অবস্থার হাত থেকে বাচতে সব ফেসবুক ব্যবহারকারী অটোলাইকের পথ বেছে নেয় । এরপর তারা কোনো একটা ওয়েবসাইটের মাধ্যমে এই হাজার হাজার লাইক , ফলোয়ার ইত্যাদি ব্যবহার এবং তারা তাদের লাইক , ফলোয়ার অন্যান্য বন্ধুদের দেখিয়ে অন্যদের আকৃষ্ট করে এই অটোলাইক ব্যবহার করতে ।

অটোলাইক কি এবং এটি কিভাবে কাজ করে? ফেসবুক অটোলাইক সবচেয়ে উত্তম পন্থা স্ট্যাটাসে লাইক নেওয়ার।

ফেসবুক অটোলাইকের সাইট গুলো টোকেনের মাধ্যমে উক্ত প্রোফাইলের সকল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রাখে ।

তারপর এই সংগৃহীত তথ্য অটোলাইক জেনারেট করতে ব্যবহৃত হয় । এখন প্রশ্ন হচ্ছে তারা এই টোকেন টি পায় কিভাবে ? আপনি যখন অটোলাইক নিবেন তখন তাদের তৈইরি করা একটি ফেসবুক এপ্স আপনার প্রোফাইলে পারমিশন দিয়ে একটি টোকেন পাওয়া যায় । ধরুন তাদের সাইটে ১০ জন অটোলাইক ইউস করে আর সেখান থেকে আপনি ১০ টি লাইকই নিতে পারবেন।

এখন যে কেউ অটোলাইক ইউস করলে তার স্ট্যাটাসে ১০ টি লাইক যাবে এবং সেও অই লিস্টে চলে যাবে ।

তারপর টোটাল লাইক লিস্ট হবে ১১ জনে । এভাবে দিনের পর দিন প্রতিনিয়ত তাদের ইউসার বাড়তেই আছে । অটোলাইক কি ক্ষতিকর ?

ফেসবুক অনুযায়ী এটি সম্পূর্ণই একটি স্প্যাম এবং সম্পূর্ণ একটি ঝুঁকিপূর্ণ প্রক্রিয়া । এটি ব্যবহারের ফলে আপনার আইডি টি নিষ্ক্রিয় হতে পারে । (এটা সম্ভাবনা নয় , সম্প্রতি বহু বাংলাদেশি সেলিব্রেটির শখের আইডি গুলো ডিসাবলড হচ্ছে ।) এবং ফেসবুক একাউন্টে কিছু সীমাবদ্ধতা দেখা দেয় ।

এক্সেস টোকেন নেওয়ার সময় আপনার আইডী থেকে পারমিশন নেওয়া হয় । আর এই ফেসবুক অ্যাক্সেস টোকেন নম্বর অনুযায়ী এটি একটি অ্যাকাউন্ট পাসওয়ার্ড এর মত কাজ করে। আর এই টোকেনের মাধ্যমে তারা আপনার ব্যক্তিগত তথ্যের ক্ষতি করতে পারে ।

বিস্তারিত জানতে ফেসবুক হেল্প সেন্টারে দেখতে পারেন ।

Acces Token ফেসবুক অটোলাইক ব্যবহার সম্পর্কে কিছু পরামর্শঃ

১। অটোলাইক যদি ইউস করতেই হয় তবে মূল একাউন্ট থেকে ইউস করবেন না ।

২। যেহেতু টোকেন একটি অ্যাকাউন্ট পাসওয়ার্ড এর মত কাজ করে তাই যে অ্যাকাউন্টের সাথে আপোস হতে পারে আপনার ব্যক্তিগত একাউন্টের মাধ্যমে এটি ব্যবহার করুন ।

৩।।অটোলাইক,কমেন্ট , ফলোয়ার ইত্যাদি নেওয়া ফেসবুক টারমস এর বিরুদ্ধে যায় আর এর ফলে ফেসবুক একটি একাউন্টে সীমাবদ্ধতা দেখা দেয় । অটোলাইক আর অটো ফলোয়ার , অটোকমেন্ট একই জিনিস । এগুলোকে সব সময় এড়িয়ে চলায় ভাল।

যেভাবে Goddy থেকে ডোমেন কিনবেন ।

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ডোমেইন কিনবেন যেমনঃ .COM , NET , INFO , ORG ইত্যাদি । এই বিষয়ে ইতি মধ্যে অনেকেই জানতে চেয়েছে সব থেকে বড় কথা আমি গুগলে বাংলাতে সার্চ দিয়ে দেখেছি কিন্তু সেরকম ভালো কোন পোস্ট পাইনি এই বিষয়ে তাই ভাবলাম এটা নিয়ে একটা বিস্তারিত পোস্ট করা দরকার তাই আজকে সময় বুঝে বসে পড়লাম । আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে জনপ্রিয় ডোমেইন - হোস্টিং কোম্পানি Godaddy থেকে একটা ডোমেইন কিনবেন । একটু সময় নিয়ে বসবেন এবং খুব ধীরে ধীরে কাজ করবেন ।

☞ Godaddy থেকে কাস্টম পেইড ডোমেইন কেনার জন্য নীচের স্টেপ গুলো দেখুন :-

১// প্রথমে godaddy.com এ যান সেখানে গিয়ে Search Domain বক্সে আপনার নাম আপনার ডোমেইন সিলেক্ট করে নিন তারপর Search Domain ক্লিক করুন তারপর আপনার ডোমেইনটি সিলেক্ট করেনিন তারপর Continue to Cart এ ক্লিক করুন তার আগে ডোমেইন রেজিস্টার করেনিন ।

২// এবার যে পেজ আসবে যাযা অ্যাড করার করে নিন যদি অ্যাড করতে না চান তাহলে সব নীচে থেকে Continue to Cart এ ক্লিক করুন ।

৩//এবার একটি নতুন পেজ আসবে সেখানে আপনাকে বলা হবে আপনি কত দিনের জন্য ডোমেইন কিনতে চান এক্ষেত্রে একটু ভেবে নিন আমার মনে ২-৩ বছরের জন্য কিনেনিন এতে অনেক সুবিদা আছে গুগল অ্যাড এর ক্ষেত্রে যদি বাকি আপনি যা ভালো বোঝেন ।

৪// আপনি ১০ বছর পর্যন্ত ডোমেইন কিনতে পারবেন এক কালিন যাই হোক ঠিক ভাবে হয়েগেলে নীচে থেকে Proceed to Checkout > এ ক্লিক করুন ।

৫// এবার যে পেজ আসবে সেখানে থেকে আপনাকে পেমেন্ট করতে হবে আপনি ৭ ভাবে পেমেন্ট করতে পারবেন আপনার সুবিদা অনুযায়ী পেমেন্ট করুন ।

৬// একটি ফর্ম আসবে আগে এবং পরে নিজেরাই বুজতে পারবেন কিভাবে পুরন করতে হবে । ব্যাস হয়েগেল আপনার ডোমেইন কেনা ।

ফেসবুকের নতুন ৯ নিয়ম ।

অ্যালগরিদমের পরে অনেক শব্দই এখন নিজের ইচ্ছামতো লেখার সুযোগ থাকছে না।

অপ্রীতিকর শব্দগুলো লেখা থেকে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে বাধা তৈরি করবে।

ফলাফল অবশ্য কিছুটা ভিন্ন হয়েছে। মনে করুন, আপনি ইংরেজিতে এমন কোনো শব্দ লিখতে চান, যাতে কোনো সমস্যা নেই, কিন্তু শব্দটির মধ্যে অক্ষরের সমন্বয়ে অন্য কোনো শব্দ লুকিয়ে আছে, যা অপ্রীতিকর।

আপনি চাইলেও সে শব্দটি লিখতে পারবেন না। ছবির ক্ষেত্রেও কৃত্রিম বুদ্ধিমত্তার ভুলের কারণে অনেক ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হচ্ছে।

এখানে এমন নয়টি বিষয়ের উল্লেখ করা হলো, যা ফেসবুকে পোস্ট করতে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ অনেক ব্যবহারকারীর।

বিজ্ঞাপনে কাউকে ব্যক্তিগতভাবে উল্লেখ করে কিছু লিখতে পারবেন না।

মনে করুন, আপনি শার্ট বিক্রি করেন। বিজ্ঞাপনে এই ‘শার্টটি ভালো’ বলার সুযোগ থাকলেও ‘শার্টটি ভালো— গ্রেগ’ লেখার সুযোগ নেই।

বাবা-মা শখ করে আপনার নাম মার্ক জাকারবার্গ রাখলেও আপনি সে নামে সহজে অ্যাকাউন্ট খুলতে পারবেন না।

ফেসবুকে যোগাযোগ করে প্রথমে আপনাকে বোঝাতে হবে যে আপনার নাম আসলেই মার্ক জাকারবার্গ এবং এ নামেই অ্যাকাউন্ট খুলতে চান।

ফেসবুক যদি আপনার সে ব্যাখ্যায় সন্তুষ্ট হয়, তবেই সে নাম ব্যবহারের সুযোগ পাবেন আপনি। একই কথা অন্য তারকাদের ক্ষেত্রেও প্রযোজ্য।

সেলেনা গোমেজ কারও নাম হলেও ফেসবুকে সে নাম ব্যবহারে অনেক ঝামেলা হয়। একই ব্যবহারকারীর একাধিক অ্যাকাউন্ট খোলা আগেও নিষিদ্ধ ছিল। তবে খুব একটা কড়াকড়ি ছিল না।

এখন এ বিষয়ে ফেসবুক খুব কঠোর নিয়ম মেনে চলছে। ফেসবুকের নিয়মনীতিগুলো অবশ্য ব্যবহারকারীর ভালোর জন্যই।

তবু কিছু কিছু বিষয়ে যেন বিরক্তিকর ঠেকে অনেকের কাছে। মাতৃদুগ্ধ পান করানোর ছবি শেয়ার করা যাবে না।

কারণ, তা ফেসবুকের কৃত্রিম বুদ্ধিমত্তা একে নগ্নতা বলে গণ্য করে। নারীবাদী হওয়ার সুযোগ নেই বলেও জানিয়েছেন অনেকে।

দিয়া নামের এক সমাজকর্মীর অ্যাকাউন্ট এ জন্য বেশ কয়েকবার ব্লক করা হয়েছে বলে জানান তিনি। নিজের সন্তানের অদ্ভুত ছবি পোস্ট করা যাবে না।

লরেন ফেরারি নামের এক ব্যবহারকারী ফেসবুকে তার পাঁচ বছরের শিশুর ছবি দিয়েছিলেন, যেখানে সে নার্সের ভূমিকায় অভিনয় করছে। এমন নিরীহ ছবি পোস্ট করাও এখন অনেক ঝামেলার।

গত বছরের নভেম্বরে প্যারিস হামলার পরে জেসন ম্যানফর্ড নামের এক ব্যবহারকারীর ফেসবুক প্রোফাইল ছবি বেশ কয়েকবার সরিয়ে ফেলা হয়।

কারণ, তার সে ছবিতে নানা রঙে বেশ কয়েকটি বাক্য লেখা ছিল। ফেসবুক ব্যবহারের নীতিমালায় উল্লেখ আছে, আপনি এমন কোনো বিষয়বস্তু পোস্ট করতে পারবেন না যাতে ভয়ভীতি, ঘৃণা কিংবা অপ্রীতিকর কিছু প্রকাশ পায়।

এমন কোনো ছবি পোস্ট করতে পারবেন না, যা দৃশ্যমান সহিংসতা কিংবা নগ্নতা প্রকাশ করে। ফেসবুকের এই নিয়ম এমনিতে ঠিকঠাক মনে হলেও অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, তাঁরা অনেক ব্যক্তিগত কথাও লিখতে পারছেন না।

স্বাধীন মত প্রকাশেও বাধা তৈরি করছে বলে অভিযোগ অনেকের।

সূত্র: ইনডিপেনডেন্ট

আপনার সাইট Internet.org তে এড করুন, নিয়ে নিন হাজার হাজার ভিজিটর

আজ আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ট্রিকস্। আমি অনেক জায়গাই দেখেছি অনেকেই প্রশ্ন করে internet.org তে সাইট সাবমিট করবো কিভাবে। তাই এই বিষয়ে লিখতে বসলাম।

তো চলুন কাজ শুরু করি।

কোন রকম ভুল করবেন না।তাহলে কিন্তু সাইট সাবমিট হবে না।

আর আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, সেটা হলো আপনার সাইটে কোন ধরনের JavaScript বা popads কোড থাকতে পারবে না । থাকলে আপনার সাইট এপ্রোব হবে না।

কাজ শুরু করি

==>> প্রথমে এখানে যান।

তারপর নিচে যেভাবে বলা হয়েছে সেভাবে ইনফরমেশনগুলো বসানন।

তারপর New site submission এ ক্লিক করুন। usiness Name সিলেক্ট করুন Your Name তারপর আপনার দিন। Email Address এবার ইমেল এ্যাডরেস দিন। Phone number আপনার নম্বর দিন। Country এর জায়গায় বাংলাদেশ দিন। এবার Site Information দিতে হবে। site এর জায়গায় আপনার সাইট নাম দিন। Category এর জায়গায় আপনার সাইটের ক্যাটাগরি দিন। Hero Images এর আপনার সাইটের লগো আপলোড করুন Thumbnail এ আপনার ইচ্ছামত একটা ছবি দিন। Your Message এ আপনার ইচ্ছা মত সাইট সম্পর্কে লিখুনন। Add a URL এ আপনার সাইটের নাম দিন। এবার নিচে একদম খালি ঘরে একটা টিক দিন। তারপর submit এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। এরপর Internet.org কতৃপক্ষ আপনার অনুরোধ এবং সাইট বিশ্লেষণ করে আপনাকে ই-মেইলে সব জানাবে।

ফেসবুক প্রোফাইল পিকে ছবির বদলে যোগ করুন ভিডিও !!

আজ দেখাবো কি করে আপনাদের ফেসবুক প্রোফাইলে প্রোফাইল পিচারের বদল সেখানে ভিডিও যোগ করতে হয়।

এই কাজটি আপনার মোবাইল এর ফেসববুক এপ থেকে করতে হবে। আপনার পিসি বা মোবাইল এর অন্য কোনো সাধারন ব্রাউজার যেমন ইউসি মিনি, ইউসি ব্রাউজার বা অপেরা মিনি থেকে হবে না।

শুধুমাত্র আপনার ফেসবুক এপ থেকেই হবে এবং করতে হবে। তো দেখা যাক কি করে আপনার ফেসবুক প্রোফাইলে ছবির বদলে ভিডিও যোগ করবেন!

ফেসবুক এপ দিয়ে আপনার প্রোফাইল এর ছবি চেঞ্জ করার অপশনে যান।

সেখানে ছবি বা ভিডিও দেয়ার অপশন থাকবে। সেখানে আপনার ভিডিও টি সিলেক্ট করে চেঞ্জ করে নিন ফেসবুক প্রোফাইলে ছবির বদল ভিডিও।

যেভাবে Facebook মেসেন্জার থেকে একাধিক একাউন্টে log in করবেন । [with scrinshort]

এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। তবে যারা জানে না তাদের কাছে খুব কঠিন। তাই যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি দিলাম।

পোস্টে যেভাবে বলা হয়েছে এবং স্ক্রিনশর্ট গুলোতে যে ভাবে দেখানো হয়েছে সেভাবে করুন, অবশ্যই আপনি পারবেন।

তাহলে চলুন শুরু করি।

প্রথমে আপনার facebook মেসেন্জারে নাম্বার+পাসোয়ার্ড দিয়ে লগইন করুন।

এবার ছবিতে দেখানো অংশে অর্থাৎ সেটিংস এর গোল অংশটিতে ক্লিক করুন।

এবার আপনার Accounts লেখায় ক্লিক করুন

এবার উপরের ছবির মত দেখুন আপনার আইডির নামের উপরে কর্নারে একটি প্লাস চিহ্নের ( + ) মত আছে ঐটাতে ক্লিক করুন।

এবার উপরের ছবির মত একটি পেজ আসবে। এখানে দুইটি কলাম আছে। আপনে যে আইডিটা মেসেন্জারে যুক্ত করতে চাচ্ছেন উপরের কলামে সেই আইডির মোবাইল নাম্বার বা ইমেইল এবং নিচের কলামে সেই আইডির পাসোয়ার্ড দিন । এবার Add এ ক্লিক করুন। ব্যাস আপনার মেসেন্জারে যুক্ত হয়ে গেল আরেকটি আইডি। এবার এক মেসেন্জারে দুইটা আইডি চালান।

ফেসবুকে আপনার সাইটের লিঙ্ক ব্লক হলে যা করবেন

আপনারা হয়তো জানেন অধিকাংশ ফ্রি বা পেইড ডোমেন মার্ক জুকারবার্গ বন্ধ করে দিয়েছে।

ফেসবুকের নিরাপত্তার জন্যই এমনটি করছে বলে ধারনা করা হচ্ছে।

অনেকেরই স্বাধের ওয়েব বা ব্লগ সাইটের ডোমেনটি ব্লক করে দেয়া হয়েছে।

কিন্তু ফেসবুক যদি কারো ডোমেন ব্লক করে দেয় তবে তা বিশাল ক্ষতির ব্যাপার।

তাই বর্তমানে একটি বিকল্প পদ্দতি ব্যাবহার করা হচ্ছে ব্লক ডোমেন আনব্লক করার জন্য।

পদ্দতিটা নিচে দেখানো হলো

প্রথমে ফেসবুকের যযেকোন জায়গায় আপনার ডোমেনটা লিখুন। যেমন → abc.tk/ga/ml etc....

এবার আপনার ডোমেনের শেষে Zedataro.Com লেখাটি যোগ করুন। অবশ্যই কোন স্পেস বা খালি জায়গা থাকতে পারবে না।

সমস্যা হলে নিচের ছবিটি দেখুন

বি:দ্র:- ছবিতে blocked.com এর জায়গায় থাকবে আপনার ডোমেনের নাম।

এবার আপনার ডোমেনটি ফেসবুকের যেকোন জায়গায় পোস্ট করতে পারবেন কোন সমস্যা হবে না।

~~~~~ ধন্যবাদ

Android ফোনের কিছু অতি গুরুত্বপূর্ণ কোড ।

১.Reset Phone – 27673855#

২.IMEI Code Information – *#06#

৩.Lock Status – *#7465625#

৪.Battery & Phone Information – ##4636#*#*

৫.FTA Version – ##1111#*#*

৬.Touch Screen Code – ##2664#*#*

৭.Vibrate & Backlight Test – ##0842#*#*

৮.Hardwar & Software Diteilas- #12580369#

৯.Diagnostic Configure – *#9090#

১০.Dump Sistemo Mode – *#9900#

১১.Camera information – ##34971539#*#*

১২.Factory Hard Reset – ##7780#*#*

১৩.Data Cabol Control – *#872564#

১৪.GPS Test – ##1472365#*#*

১৫.WiFi MAC Address – ##232338#*#*

১৬.Bluetooth Device Info – ##232337#*#*

১৭.Ram Version – ##3264#*#*

১৮.Touch Screen Version – ##2663#*#*

১৯.Display Taste – ##0#*#*

২০.Packets lupha Test – ##0283#*#*

সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬

আপনের ব্লগে কেঊ এলে ।তাকে স্বাগত করুন সুন্দর গান শুনিয়ে।

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভাল লাগা ভালবাসা দিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। আপনি ভাল থাকবেন ও পৃথিবীর সকল মানুষ(মুসলমানদের) জন্য দোআ করবেন। গত কাল রাতে বসে বসে আমার ব্লগে একটা Gadget যোগ করি।ভালই!!! সাথে Blogger সাকিল ভাইয়ের সাহায্য নিয়েছি।আর Gadget-টা ভালো লাগলো বলে সবার সাথে শেয়ার করলাম। Gadget টা হোল, Blogg-er Background-এ Autoplay Music দেয়া। See Live Demo ! কারো মন ভালো করতে চাইলে এর আর কোন জুড়ি নেই।আমি বাস্তব প্রমান।কিন্তু আবার কিছু প্রতিবন্ধকতাও আছে, যেমন- . রাতে কেও সাইট ভিজিট করলে সমস্যা তৈরি হবে। . হয়ত ব্লগার নিজের পসন্দ মতো গান শোনছে এর মাঝে আপনার সাইট-এর গান তার Mode নষ্ট করে দিতে পারি। . তাড়াতাড়ি গান বন্ধের জন্য সাইট ত্যাগ করতে পারে ফলে আপনি তাকে হারাতে পারেন। তবুও নিজের পসন্দ সবার সাথে শেয়ার করার ভালো একটা মাধ্যম হোল এই ট্রিক্স।। কিভাবে Background-এ যোগ করবেন Autoplay Music: খুব সহজ, শধু আমাকে অনুসরন করুন- < embed style=”width:1px; height:1px; visibility:hidden” autostart=”true”loop=”true”src=”URL of music“/> উপরের কোডটা পোস্ট করে Save করুন.তবে এখানেURL of musicএর জায়গায় গানেরURlদিবেন। গান পাবেন www.beemp3.com আরloop=”true”হচ্ছে যদি গান্তা বার বার সুনাতে ছান।একবারই চাইলে “true”জায়গায় falseলিখে দিন ?imgmax=800 ব্যাস ক্সজ শেষ। এবার বের হয়ে আসুন আর কশ্তের ফল নেজে ভগ করুন আর অন্যকে আনন্দ দিন। এটার আরও বিস্তারিত জানার জন্য যান এই লিংক যদিও ইংলিশ।

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

◙ ফেসবুকে সব ফ্রেন্ডদের রিকুয়েস্টএকসাথে একসেপ্ট করুন এক ক্লিকে ◙ ,

কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন!!!! এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একসাথে আপনার ফেসবুক সকল ফ্রেন্ডদের রিকুয়েস্ট একসেপ্ট করবেন এক ক্লিকে ☺☺ ১। প্রথমে আপনার ফেসবুক এক্যাউন্টে লগিন করুন। ২।এখন ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট পেজে যানঃ https://www.facebook.com/friends/requests ৩।এখন See More এ ক্লিক করে সব ফ্রেন্ড রিকুয়েস্ট ওপেন করুন এবং লিস্টের শেষ পর্যন্ত যান। ৪।আপনার ব্রাউজার অনুযায়ী সিলেক্ট করুনঃ- var inputs = document.getElementsByClassName ('_42ft 4jy0 4jy3 _4jy1 selected'); for(var i=0; i ৫. Press (CTRL Shift J) ৬. Paste the code into the box at the bottom and press enter (next to the blue ">"), কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর কলোজ করে দিন। ফায়ারফক্স হলেbr /> ৫. Press (CTRL Shift K) ৬. Paste the code into the box at the bottom and press enter (next to the blue ">>"), কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর কলোজ করে দিন। সাফারি হলেbr /> 5. Preferences থেকে - Advanced - check "Show Develop menu in menu bar" and close the preferences window. 6. Go to Develop - Show Error Console (or Command O ption C) 5. Paste the code into the box at the bottom and press enter (next to the blue ">"). Internet Explorer হলেbr /> 5. Press F12 on your keyboard 6. Click the "Console" tab 7. Paste the code into the box at the bottom and press enter. 8. For large friends list, this may utilize all your resources and will cause the page to freeze and be unresponsive. Just wait a few minutes until all the names get selected.

যতখুশি ততবার ফেসবুকের নাম পরিবর্তন করুন

টিপসঃ যতখুশি ততবার ফেসবুকের নাম পরিবর্তন করুন বিসমিল্লাহি রহমানির রহিম। আশা করি সবাই ভালই আছেন এবং আমাদের সাথেই আছেন।আগের মতোই আজকেও আপনাদের মাঝে হাজির হইলাম নতুন এক টিপস নিয়ে। আমরা জানি ফেসবুকে সাধারনত ৫ বারের বেশি নাম পরিবর্তন করা যায়না, কিন্তু প্রয়োজন হলে কি করবেন?? হুম.. সমস্যা থাকলে এর সমাধানও আছে। তাহলে চলুন জেনে নেই নাম পরিবর্তনের লিমিট পার হলে এরপর কিভাবে নাম পাল্টাবেন।- ১.পিসি ইউজাররা নিচের লিংকে যান- Click here for PC আর মোবাইল হলে নিচের লিংকে ঢুকুন- Click here for Mobile ২. এবার একটা ফর্ম আসবে সেখানে 1.New first name 2.New middle name 3.New last name এই ঘরগুলোতে আপনার পছন্দ অনুযায়ী নতুন নাম লিখুন। ৩. এরপর reason for change বক্সে আপনার নাম পরিবর্তন করার কারন সিলেক্ট করুন। ৪.Your ID বক্সে আপনার যেকোনো ফটো আইডি কার্ড স্কান করে আপলোড করে দিন। যদি স্ক্যানার না থাকে তাহলে ? আরে ভাই যা খুশি আপলোড দেন তো ! যেমন, আপনার প্রোফাইলের পিকচারটা আপলোড দিতে পারেন। ৫.এবার "Send" বাটনে ক্লিক করুন। *আশা করা যায় ৭২ ঘণ্টার মধ্যে আপনার নাম পরিবর্তন হয়ে যাবে।

FACEBOOK NO NAME NEWEST TRICK

Did you ever see a facebook user / facebook page that didn’t have any nickname or name in their account? It's because they are using this trick to hide their identy. Here is the new trick for making a no name or empty name Facebook account or for your current account. Here is the trick: 1. First you have to prepare the “invisible character”. If you are using Windows 7 here is what you can do. Go to Start Menu > Accessories > System Tools > Character Maps. After that the Character Map appears, point cursor to “Go to Unicode” and type “200D” (without quote). Then select the first character on the top left side which it named as “U 200D: Zero Width Joiner”. 2. Click Select button > Click copy button > Then your invisible character is ready to be used on Facebook’s Name. 3. Now the main and the last step is to Login to your Facebook account with your username and password, then Go to “Account Settings” > Name > Edit > Paste the copied “invisible character” to First and Last Name 4 times or more (to get the empty status a “space” line”) > click Save Changes > Done You are done!

কোনো প্রকার আইডি কার্ড আপলোড করা ছাড়াই সহজ পদ্ধতিতে বাইপাস করুন ফেইসবুক ভেরিফিকেশন।

সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার টিউনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের টিউনে আমি আপনাদের সাথে আলোচনা করবো কিভাবে ফেইসবুক ফোটো ভেরিফিকেশন বাইপাস করা যায় সে সম্পর্কে।

ফেইসবুক ফোটো ভেরিফিকেশন কি? সহজভাবে বলতে গেলে। ফেইসবুক ফেইক আইডি মুক্ত করতে এটা হচ্ছে ফেইসবুকে একটা ভেরিফিকেশন পদ্ধতি। ফেইসবুক কর্তিপক্ষের যে আইডিটি সন্দেহজনক মনে হবে অর্থাৎ ফেইক মনে হবে তাদের আইডিতে লগিন করার সময় তাদের যেকোনো প্রকার আইডি কার্ড আপলোড করার মাধ্যমে প্রমান করতে হবে যে সেই নাম এবং ছবি ব্যবহার করেছেন তার সাথে মিল থাকতে হবে আইডি কার্ডের যদি না থাকে তাহলে কিন্তু কাজ হবে। এখন এই ক্ষেত্রে বাংলাদেশি অনেকেই এই সমস্যাটি ফেইস করেছেন কারণ অনেকের কাছেই এই ধরনের কোনো প্রকার আইডী কার্ড নেয় অথবা আপনারা যে নামে ফেইসবুক আইডি খুলেছেন সেটা একটি ফেইক নেইম। সুতারাং আজকে আমি আপনাদের সে ব্যাপারে দেখাবো।

চলুন তাহলে শুরু করা যাকঃ প্রথমেই এই লিঙ্ক থেকে টুলটি ডাউনলোড করে নিন, ডাউনলোড সম্পন্ন হওয়ার পরে টুলটি ওপেন করে ৯ সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপরে ফেইসবুকের হোম পেইজ ওপেন হবে। এরপরে যান প্রক্সি ট্যাবে। গুগল থেকে সার্চ করে আপনারা প্রক্সি এবং পোর্ট খুজে বের করুন বাংলাদেশের অথবা আপনি যে দেশে থাকেন সে দেশের। এবার "FPV" ট্যাবে যান এবং আপনার ফেইসবুক আইডির ইউজার/পাসওয়ার্ড দিন এবং লগিন করুন, এবার ফেইসবুক আপনার কাছে একটি নাম্বার এড করতে বলবে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করে আপনার ফোন নাম্বার এড করে নিন। ফোনে একটি কোড আসবে সেটা ঠিক ভাবে ফেইসবুকে প্রবেশ করাতে পারলেই আপনার আইডি'তে লগিন করতে আর ফেইসবুক ভেরিফিকেশন অথবা কোনো প্রকার ভেরিফিকেশনের দরকার হবে না। বি দ্রঃ এই টুলটি আমার বানানো নয়, এবং আমি যেটুকু বুঝেছি এই টুলটি কোনো ভাইরস বা হ্যাকিং টুলও নয়, যদি আপনাদের কোনো সন্দেহ হয় তাহলে ভাইরস স্ক্যান করিয়ে ব্যবহার করতে পারেন। অথবা ব্যবহার করুন না করুন আপনাদের নিজস্ব ব্যাপার

ফেসবুক আইডির নিরাপত্তা সর্বোচ্চ করুন… হয়তো আজকের এই নিরাপত্তাই ভবিষ্যতের কোন বিপদ থেকে আপনাকে বাঁচাবে

ফেসবুক আইডির নিরাপত্তা সর্বোচ্চ করুন… হয়তো আজকের এই নিরাপত্তাই ভবিষ্যতের কোন বিপদ থেকে আপনাকে বাঁচাবে এমনিতে ভাবলে ফেসবুক এর জগত টা কিছুই না আবার অন্যভাবে ভাবলে এই জগতটা অনেক গুরুত্বপূর্ন ভার্চুয়াল জগত টা ও আমাদের ব্যক্তিগত জীবনের সাথে বিভিন্ন ভাবে সম্পর্কিত থাকে… সুতরাং ব্যক্তিগত জীবনের শত্রুতা থেকেও হতে পারে আপনার ফেসবুক আইডি হ্যাক। হতে পারে আপনার শত্রু যে কিনা আপনার সফলতা দেখে ঈর্ষান্বিত … সে আপনার ফেসবুক আইডির নিরাপত্তা কম থাকার সুযোগ নিয়ে আইডিতে লগিন করে ইচ্ছা মতো আপনার নামে আপনারই প্রোফাইল থেকে উলটা পালটা কথা রটানো শুরু করলো… ব্যাপার টা কিন্তু অনেক ভয়ংকর এবং আপনার ব্যাক্তিগত জীবনেও অনেক বড় প্রভাব ফেলতে পারে… সুতরাং ব্যাক্তিগত জীবনে ঝামেলা বিহীন থাকার জন্যও আমাদের উচিত ফেসবুক আইডির সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা… আপনাদের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করার জন্যই আজকে আমার এই পোষ্ট… চলুন শুরু করা যাক- ফেসবুক সিক্যুরিটি কোয়েশ্চনঃ ফেসবুক আইডির একসেস নেয়ার জন্য এটি বহুল ব্যবহৃত একটি পন্থা… ধরুন আপনি ফেসবুক খোলার প্রথম দিকে বুঝে না বুঝে সিক্যুরিটি কোয়েশচন এড করেছিলেন এবং সেটার উত্তর মোটামোটি ভাবে আপনার শত্রুও আন্দাজ করে বের করে ফেলছে… তারপর যদি ২৪ ঘন্টা একাউন্ট এ লগিন না করেন শত্রু ইচ্ছা করলেই আপনার একাউন্ট এর একসেস নিয়ে নিতে পারবে। ফেসবুকে এই সিক্যুরিটি কোয়েশ্চন এর উত্তর একবার আপডেট করলে পরবর্তী তে আপডেট করার ও উপায় নেই। কোয়েশ্চন গুলা ও সাধারনত এরকম হয় -আপনার দাদার পেশা কি? -আপনার প্রিয় শিক্ষকের নাম কি? যেগুলার উত্তর আপনার সম্পর্কে কেউ খোজ খবর নিয়ে খুব সহজেই বের করে নিতে পারবে । সুতরাং আপনার একাউন্ট এ যদি এরকম সিক্যুরিটি কোয়েশ্চন এড করা থাকে এমন টা হতেই পারে যে একদিন পর ফেসবুকে লগিন করে দেখলেন আপনার একাউন্ট হ্যকড! বাঁচার উপায়ঃ খুব সহজেই আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন… এই ধরনের হ্যাক এক্টিভিটি থেকে বাচার জন্য নিচের প্রসেস ফলো করুন। *.ফেসবুকে লগিন করুন *. Settings এ যান *. Security তে যান *. Trusted Contacts এ গিয়ে আপনার পরিচত এবং বিশ্বস্ত ৩ জন বন্ধুকে ট্রাষ্টেড কন্টাক্ট হিসেবে বাছাই করুন ব্যাস… এখন আর কেউ সিক্যুরিটি কোয়েশ্চন মেথড আইডি এর একসেস নিতে পারবে না উত্তর জেনে ফেললেও… বিঃদ্রঃ Trusted Contact লিষ্ট সব সময় আপডেট করবেন এবং যেন আপনার ৩ জন বন্ধু এই লিষ্টে সব সময় এড করা থাকে সেটা নিশ্চিত করবেন। মোবাইল নম্বরঃ আমরা ফেসবুকে নম্বর এড করে রাখি যেন এই নম্বর দিয়ে পরবর্তীতে আইডির পাসোয়ার্ড রিকভার করে নিতে পারি। কিন্তু এই ফোন নম্বর ব্যবহার মাধ্যমেই যে কেউ আপনার আইডি হাতিয়ে নিতে পারে। আপনি বলতে পারেন আপনার সীম তো আপনার কাছেই থাকে… তবে কীভাবে আপনার নম্বর ব্যবহার করেই আইডি হাতিয়ে নিবে? উত্তর হলো ভাই এটা বাংলাদেশ… টাকার বিনিময়ে সব কিছুই পসিবল….আপনার শত্রুর যদি কাস্টমার কেয়ার এ কাজ করে এমন কারো সাথে জানাশোনা থাকে এবং সে চায় আপনার নম্বর তার নামে রিপ্লেস করতে সে এটা পারবে … টাকার বিনিময়ে হোক অথবা সখ্যতার বিনিময়ে… বাঁচার উপায়ঃ *.প্রথমেই চেষ্টা করুন এমন নম্বর ফেসবুকে এড করে রাখতে যেটার খবর কেউই জানে না… অর্থাৎ সিক্রেট কোন নম্বর *.অথবা যদি সবাই জানে এরকম নম্বর ই এড করে রাখতে চান তবে অবশ্যই সঠিক কাগজ পত্র দিয়ে নম্বর টা ভেরিফাই করে নিন এবং অন্য কেউ যেন আপনার নম্বর নিজের নামে রিপ্লেস করতে না পারে সে ব্যাবস্থা গ্রহন করুন। ইমেইলঃ আপনার একাউন্ট এ যে ইমেইল টা এড আছে সেটা হ্যাক করার মাধ্যমেও হ্যাক হতে পারে আপনার ফেসবুক।সুতরাং আপনার ইমেইল আইডির সর্বোচ্চ নিরাপত্তা দান ও ফেসবুক সিক্যুরিট এর মাঝে পরে। বাঁচার উপায়ঃ *.এমন একটা ইমেইল ব্যাবহার করুন যেন সেটা সহজেই কেউ আন্দাজ করতে না পারে… *.জিমেইল একাউন্ট ব্যাবহার এর চেষ্টা করুন । ইয়াহু ব্যবহার করলে কয়েকদিন পর পর লগিন করুন… কারন ইয়াহু একাউন্ট এ এক নাগারে কয়েক মাস লগিন না করলে একাউন্ড ডিজেবল করে দেয়। *.ইমেইল আইডির নিরাপত্তার জন্য সবাই জানে এমন ইমেইল ব্যবহার করলে অই ইমেইলে এমন ফোন নম্বর ব্যাবহার করুন যেটা কেউ জানেনা এবং ফোন নম্বর সম্পর্কে জানলেও কেউ রিপ্লেস করতে পারবে না সেটা নিশ্চিত করুন। সীম নিজের নামে রেজিষ্ট্রেশন করে নিন। ফিশিংঃ ফিশিং হলো এক প্রকার ফাঁদের মতো।এর মাধ্যমেও অনেকে আপনাকে বোকা বানিয়ে আইডি হাতিয়ে নিতে পারে। ফিশিং হলো এমন একটা উপায় যার মাধ্যমে নকল একটা ওয়েবপেইজ যেটা আসলটার মতো দেখতে তৈরী করা হয় এবং ভিক্টিম কে সে নকল সাইটের লিংক টা দেয়া হয়।। ভিক্টিম যদি সেই নকল সাইটকে আসল ভেবে লগিন করে তখন ভিক্টিম এর ইউজার নেম/পাসোয়ার্ড চলে যায় ফিশিং সাইট যে তৈরী করেছে তার হাতে। বাঁচার উপায়ঃ *.কেউ যদি আপনাকে ইনবক্সে কোন লিংক দিয়ে সেখানে গিয়ে লগিন করতে বলে এবং বিভিন্ন টাইপ লোভ দেখায় তবে লগিন করবেন না..যদি লগিন

দেখে নিন আপনি কোন জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন

screenshoty.jpg

দেখে নিন আপনি কোন জায়গা থেকে ইন্টারনেট ব্যবহার করছেন আসসালামুয়ালাইকুম, টেকী বন্ধুরা সকলেই কেমন আছেন ? আশা করি ভাল ! আমিও মহান আল্লাহ্ তায়ালার অশেষ রহমতে ভাল আছি । আজ আমি আপনাদেরকে একটি ওয়েবসাইট এর সন্ধান দিব যেটির মাধ্যমে আপনি আপনার লোকেশন ও আইপি দেখতে পারবেন । তাছাড়া, ডোমেইন ও সার্ভারের তথ্যও দেখতে পারবেন। বিদেশের আইপি ব্যবহার করে অনেকে অনালাইনে কাজ করে থাকেন, তাছাড়া অনেকের নিজের আইপির প্রয়োজন হয়। যে ইনফরমেশন গুলো এখান থেকে পাবেনঃ আপনি কোন দেশ থেকে ইন্টারনেট ব্যবহার করছেন । কোন এলাকা থেকে । কোন অপারেটরের মাধ্যমে । যেমনঃ টেলিটক, ব্রডব্যান্ড ইত্যাদি সেটির আইপি, ডিএনএস । আপনার টাইম জোন । কোন ব্রাউজার দিয়ে ব্যবহার করছেন । তাছাড়া ইত্যাদি আরও অনেক কিছু...। অনেকের এই ওয়েবসাইটটি জানা থাকতে পারে । যাদের জানা নেই তাঁদের জন্যই আজকের আমার এই টিউন । যাইহোক, কথা না বাড়িয়ে ওয়েবসাইটটি থেকে ঘুরে আসা যাক, ওয়েবসাইট লিংকঃ এখানে “ক্লিক” করুন তারপর নিচের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন, যেগুলো উপরে বলা হয়েছে... Take This Photo তাছাড়া আপনার ডোমেইন ও সার্ভার এর তথ্য গুলো দেখতে নিচের নিয়মটি দেখুন... Take This Photo ডোমেইন এর তথ্য গুলো দেখতে নিচের নিয়মটি অনুসরণ করুন... Take This Photo

অনলাইনে কোথায় আপনার ফোন নং টি ব্যবহার হচ্ছে তা দেখে নিন । অনলাইন প্রতারনা থেকে মুক্তি পান

অনলাইনে কোথায় আপনার ফোন নং টি ব্যবহার হচ্ছে তা দেখে নিন । অনলাইন প্রতারনা থেকে মুক্তি পান সবাইকে সলাম জানিয়ে শুরু করছি আজকের পোস্ট । এই বিষয়টা হয়ত অনেকে জানেন । এবং আমাকে গাধা উপাধি দিতে পারেন । কোন অসুবিধা নাই । যারা নতুন তাদের জন্যই আমার এই পোস্ট । এইত সে দিন এই পদ্বতি টি অনুসরন করে আমার বন্ধুকে খুজে দিয়ে ছিলাম তার মোবাইলে কেন অনলাইন থেকে ফোন আসে । খুবই যন্তনায় পড়ে গিয়ে ছিল । অনলাইনে একটি নামি দামি রেসটুডেন্টে ওয়েব সাইটে তার ফোন নং ভূলে দিয়ে ছিল । দু দিন পর পর অনেক ফোন আসতে থাকে তার মোবাইলে । {{{_উমুক খাবারের দাম কত , কয়টা পর্যন্ত খোলা থাকে,লোকেশন টা দিন}}} আরো কত কি । এই ভাবে সাধারন পাবলিক তাকে জালাতে শুরু করে । এইটা ত আমার বন্ধু মহলের ঘটনা । এমন আরো কত হয় আপনি জানেন কি ? অনেক সময় কোন মেয়ে মানুষকে প্রতারনা করার জন্য চটি পেইজে অথবা ফেসবুকের অনেক জায়গায় কলগার্ল নামে ফোন নং দেয়া থাকে । যেই আপুরা এই সব ফাদে পড়েছেন তারাত বুজেছেন কি জালা এর । এই জাতীয় আরো অনেক প্রতারনা আছে অনলাইনে । এমন আরো অনেক উদাহরন দেয়া যায় । আপনার কোন বন্ধুও’ত আপনার সাথে ফাইজলামি করে অনলাইনে উল্টা পাল্টা কিছু লিখে ফোন নং টি দিয়ে দিতে পারে । তখন ফোনের জালা কি তা বুজবেন । তাহলে দেখে নিন অনলাইনের কোন কোন জায়গায় আপনার ফোন নং টি ব্যবহার হচ্ছে । ►► খুবই সহজ । গুগল মামার কাছে চলে যান আর ফোন নং টি লিখে সার্চ দিন | http://www.google.com/ কিছু বিষয় লক্ষ্য রাখুন । ♣ আপনার ফোন নং টি দুই ভাবে সার্চ দিন । বাংলায় ও ইংলিশে 01753……4 এবং ০১৭৫৩…….৪ ♣ কিছু ওয়েব সাইটে দেখবেন অনেক ফোন নং এর সাথে আপনার ফোন নং দেখাচ্ছে । ঐ গুলি অসুবিধা নাই । সিংগেল গুলোই প্রয়োজন । এভাবেই অনলাইনে কোথায় আপনার ফোন নং টি ব্যবহার হচ্ছে তা দেখে নিন পারেন । এবং অনলাইন প্রতারনা থেকে দূরে থাকতে পারেন । - সবাইকে ধন্যবাদ । নিজে জানুন – অন্যকে জানান ।

কীভাবে বুঝবেন আপনার মেইল পড়া হয়েছে কিনা

মেইল পড়া হয়েছে কিনা প্রয়োজনীয়- অপ্রয়োজনীয় অনেক ইমেইল এসে জমা হয় প্রতিদিন। এসবের ভিড়ে অনেক সময় খুব গুরুত্বপূর্ণ ইমেইলও চোখে পড়ে না। ধরুন, আপনিই খুব গুরুত্বপূর্ণ একটি ইমেইল কাউকে পাঠিয়েছেন। অথচ, সময় মতো জবাব বা ফিরতি ইমেইল পাচ্ছেন না। এমনটি হলে প্রাপক আপনার ইমেইল পড়েছে কিনা, তা নিশ্চিত হওয়া জরুরি। এ ক্ষেত্রে একটি উপায় অবশ্য আছে। নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে www.spypig.com ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন বা সাইন আপ করুন। MySpyPig Factory- তে ক্লিক করুন, এরপর কাক্সিক্ষত ইমেইল ঠিকানা প্রবেশ করান। সঙ্গে ইমেইলের বিষয়ও উল্লেখ করতে হবে। এরপর একটি ছবি নির্বাচন করতে হবে। ছবিটি পাঠানো ইমেইলের সঙ্গে যুক্ত থাকবে (এই ছবিটিই ট্র্যাক করবে, প্রাপক আপনার ইমেইল খুলে পড়েছে কিনা)। Create My SpyPig এ ক্লিক করুন। শেষ ধাপে, প্রদর্শিত ছবি কপি করে আপনার ইমেইলে পেস্ট করুন। এরপর ইমেইল পাঠানোর পর প্রাপক তা খুললে বা পড়লে নোটিফিকেশন আসবে। সঙ্গে প্রাপকের আইপি ও অন্যান্য তথ্যও দেখাবে।

এবার আপনার ফোন নাম্বার দিয়েই আপনার অবস্থান বের করুন [না দেখলে সিরাম মিস]

এবার আপনার ফোন নাম্বার দিয়েই আপনার অবস্থান বের করুন [না দেখলে সিরাম মিস] চলুন দেখে নিই কিভাবে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল মোবাইল এর অবস্থান খুজে বের করবেন । এটা খুব সোজা এর জন্য আমাকে যাযা করতে হবে নিচে দেখুন …… ► প্রথমে এই লিঙ্কে http://www.themobiletracker.comক্লিক করুন আপনার দেশ সিলেক্ট করুন না করলেও হবে ওটা নিজে থেকেই নিয়ে নেবে। তারপর Phone Number এর যাইগাই প্রথমে আপনার দেশের কোড লিখুনl তারপর মোবাইল নাম্বার টাইপ করুন। ► উপর কাজ হয়েগেলে Click to Track এ ক্লিক করুন। তারপর দেখে নিন মোবাইল নাম্বার এর অবস্থান। আপনারা সকলেই ভাল থাকবেন..