শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

যেভাবে Facebook মেসেন্জার থেকে একাধিক একাউন্টে log in করবেন । [with scrinshort]

এটি খুবই সহজ একটি প্রক্রিয়া। তবে যারা জানে না তাদের কাছে খুব কঠিন। তাই যারা জানেন না তাদের জন্য আজকের এই পোস্টটি দিলাম।

পোস্টে যেভাবে বলা হয়েছে এবং স্ক্রিনশর্ট গুলোতে যে ভাবে দেখানো হয়েছে সেভাবে করুন, অবশ্যই আপনি পারবেন।

তাহলে চলুন শুরু করি।

প্রথমে আপনার facebook মেসেন্জারে নাম্বার+পাসোয়ার্ড দিয়ে লগইন করুন।

এবার ছবিতে দেখানো অংশে অর্থাৎ সেটিংস এর গোল অংশটিতে ক্লিক করুন।

এবার আপনার Accounts লেখায় ক্লিক করুন

এবার উপরের ছবির মত দেখুন আপনার আইডির নামের উপরে কর্নারে একটি প্লাস চিহ্নের ( + ) মত আছে ঐটাতে ক্লিক করুন।

এবার উপরের ছবির মত একটি পেজ আসবে। এখানে দুইটি কলাম আছে। আপনে যে আইডিটা মেসেন্জারে যুক্ত করতে চাচ্ছেন উপরের কলামে সেই আইডির মোবাইল নাম্বার বা ইমেইল এবং নিচের কলামে সেই আইডির পাসোয়ার্ড দিন । এবার Add এ ক্লিক করুন। ব্যাস আপনার মেসেন্জারে যুক্ত হয়ে গেল আরেকটি আইডি। এবার এক মেসেন্জারে দুইটা আইডি চালান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন