শনিবার, ৩০ এপ্রিল, ২০১৬

ফেসবুকে আপনার সাইটের লিঙ্ক ব্লক হলে যা করবেন

আপনারা হয়তো জানেন অধিকাংশ ফ্রি বা পেইড ডোমেন মার্ক জুকারবার্গ বন্ধ করে দিয়েছে।

ফেসবুকের নিরাপত্তার জন্যই এমনটি করছে বলে ধারনা করা হচ্ছে।

অনেকেরই স্বাধের ওয়েব বা ব্লগ সাইটের ডোমেনটি ব্লক করে দেয়া হয়েছে।

কিন্তু ফেসবুক যদি কারো ডোমেন ব্লক করে দেয় তবে তা বিশাল ক্ষতির ব্যাপার।

তাই বর্তমানে একটি বিকল্প পদ্দতি ব্যাবহার করা হচ্ছে ব্লক ডোমেন আনব্লক করার জন্য।

পদ্দতিটা নিচে দেখানো হলো

প্রথমে ফেসবুকের যযেকোন জায়গায় আপনার ডোমেনটা লিখুন। যেমন → abc.tk/ga/ml etc....

এবার আপনার ডোমেনের শেষে Zedataro.Com লেখাটি যোগ করুন। অবশ্যই কোন স্পেস বা খালি জায়গা থাকতে পারবে না।

সমস্যা হলে নিচের ছবিটি দেখুন

বি:দ্র:- ছবিতে blocked.com এর জায়গায় থাকবে আপনার ডোমেনের নাম।

এবার আপনার ডোমেনটি ফেসবুকের যেকোন জায়গায় পোস্ট করতে পারবেন কোন সমস্যা হবে না।

~~~~~ ধন্যবাদ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন