বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০১৬

সোমবার, ১ আগস্ট, ২০১৬

উচ্চ মাধ্যমিকের ফল ১৮ অগাস্ট


গত ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে।আর ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নাহিদ ১৮ অগাস্ট সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন নাহিদ।

তার সংবাদ সম্মেলনের পর বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd/) থেকে ফল জানতে পারবেন।

ফল জানা যাবে মোবাইলে

বরাবরের মতোই যে কোনো মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।

ফল পুনঃনিরীক্ষা

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ১৯ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে।

যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষার অংশ নেওয়া ১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটছে ১৮ অগাস্ট।

 ওইদিনই উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে।

গত ৩ এপ্রিল শুরু হয়ে ৯ জুন পর্যন্ত এইসএসসির লিখিত পরীক্ষা চলে। আর ১১ থেকে ২০ জুন পর্যন্ত হয় ব্যবহারিক পরীক্ষা।

আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন শিক্ষার্থী এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।

রেওয়াজ অনুযায়ী, শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নাহিদ ১৮ অগাস্ট সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেবেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন নাহিদ।

তার সংবাদ সম্মেলনের পর বেলা ২টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট (http://www.educationboard.gov.bd/) থেকে ফল জানতে পারবেন।

ফল জানা যাবে মোবাইলে

বরাবরের মতোই যে কোনো মোবাইল থেকে এসএসএম করে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

এ জন্য HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

আলিমের ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

এছাড়া এইচএসসি ভোকেশনালের ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ই-মেইলে ফল জানিয়ে দেওয়া হবে।

ফল পুনঃনিরীক্ষা

রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক থেকে আগামী ১৯ থেকে ২৫ অগাস্ট পর্যন্ত এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে।

ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইযেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।

আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।

প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ’ টাকা হারে চার্জ কাটা হবে।

যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সকল বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।

একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।

বুধবার, ২০ জুলাই, ২০১৬

[ Tricks ] হ্যাক হবে না জিমেইল অ্যাকাউন্ট ১০০% শিউর


জিমেইলের পাসওয়ার্ড যদি সবাই জেনে
যায়, তাহলেও কেউ চাইলেও আপনার
অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর
জন্য প্রথমে জিমেইল লগইন করে ওপরে
ডানপাশে আপনার ছবির আইকনে ক্লিক
করে তারপর My Account-এ ক্লিক করুন
বা সরাসরি https://
myaccount.google.com ঠিকানায় যান।
তারপর Sign-in & security-তে ক্লিক
করুন। নতুন পেজ এলে একটু নিচে ডানপাশে
2-step verification: off-এ ক্লিক করুন।
তারপর Start Setup বাটনে ক্লিক করুন।
পুনরায় আবার লগ-ইন করার পেজ এলে
লগইন করুন। এখন Phone number:
বক্সে আপনার মোবাইল নম্বর লিখে
Send Code বাটনে ক্লিক করুন। আপনার
মোবাইলে একটি কোড নম্বর আসবে।
কোড নম্বরটি কোড বক্সে লিখে
Verify-এ ক্লিক করুন। এখন Next-এ ক্লিক
করুন। তারপর Confirm-এ ক্লিক করুন।
এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার
ছাড়া অন্য কোনো কম্পিউটার থেকে
আপনার জিমেইল অ্যাকাউন্টে লগইন
করতে চাইলে আপনার মোবাইলে একটি
কোড নম্বর আসবে এবং সেই কোড
নম্বরটি কোড বক্সে লিখে Verify-এ
ক্লিক করলেই আপনার জিমেইল
অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে। আপনার
ফোন নম্বর যদি হারিয়ে ফেলেন, তাহলে
যেকোনো সময় আপনার কম্পিউটার
থেকে জিমেইলে লগইন করে ফোন নম্বর
পরিবর্তন করতে পারবেন বা এই সুবিধা
বাদ দিতে পারবেন। অনেক সময় মোবাইলে
এসএমএসের সাহায্যে কোড আসতে দেরি
হতে পারে। এ জন্য চাইলে Google
Authenticator নামের একটি অ্যাপ
নামিয়ে নিতে পারেন। এসএমএসে কোডের
বাইরে এ অ্যাপে ৩০ সেকেন্ড পরপর একটি
কোড আসবে। সেটি দিয়েও চাইলে Verify
করতে পারবেন। তবে আপনি এসএমএস
কোড না অ্যাপের মাধ্যমে আসা কোড
ব্যবহার করবেন, তা শুরুতে নির্বাচন করে
নিতে হবে। অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং
আইওএস দুই সংস্করণেই পাওয়া যাবে।

সকল অপারেটরের জন্য অটোমেটিক ইন্টারনেট সেটিং…

১। Banglalink : লিখুন All
এবং সেন্ড করুন 3343 (ফ্রী)
২। গ্রামীনফোন : মেসেজ অপশনে
গিয়ে all লিখে পাঠিয়ে দিন 8080 এ অথবা ডায়াল করুন 1116*2# (ফ্রী )
৩। টেলিটক : set লিখে মেসেজ
পাঠান 111 তে বা 578 এ (ফ্রী)
৪। রবি : কল করুন 1407# (charge প্রযোজ্য)
৫। Airtel : ডায়াল করুন
*121*7*3# (ফ্রী)
বাংলালিংক , গ্রামীনফোন , রবি ও এয়ারটেলে Configuration সেভ করতে পিন নম্বর দিন 1234
ধন্যবাদ সবাইকে…

mittha-shikhali-by-tanjib 2016

mittha-shikhali-by-tanjib.mp3

মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

Make/Creat facebook ID without any Mobile number or Email share on fb

১/ প্রথমে ১টা Number দিয়ে ১টা নতুন ফেইসবুক আইডি খুলুন।

২/ তারপর আরেকটা আইডিতে এই Number টা Add দেন।

৩/ তারপর Number Confirm করেন।


4/ আপনার কাজ শেষ।

এবার ফেইসবুক আপনার আগের আইডি থেকে আপানার ঐ Numberটা Delete করে দেবে। এবং আপনাকে আবার নতুন Number Add দিতে বলবে। কিন্তু আপনি দিবেন না।


তাইলে, হয়ে গেল আপনার Numberless fb ID.


আজকের মত এখানেই রাখলাম। রাত অনেক হয়েছে।এখন ঘুমাব। Good Night!!!

আর ঘুমানুর আগে বলে যাই, এই পোস্ট প্রথম http://kstrick.heck.in এই সাইটে প্রকাশিতো হয়। সুতরাংভিজিট করতে ভুলবেন না।