শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬
আইফোন থেকে ইন্টারনেট শেয়ার করুন...
যারা আইফোন ব্যবহার করেন তারা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে, আপনার আইফোনের নেট আপনি আপনার ল্যাপটপ অথবা অন্য কারো মোবাইলে শেয়ার করতে পারেন। কিভাবে করবেন: প্রথমে যা করতে হবে , আপনি আপনার আইফোন সেটিংসে (settings) এ যান। তারপর আপনি airplane mode, Wi-Fi, Bluetooth,mobile,personal hotspot দেখতে পাবেন।কাজটা করতে হবে personal hotspot থেকে। personal hotspot যদি অফ থাকে তাহলে আপনি mobile অথবা cellular অপশন যা থাকুক না কেন সেখানে গিয়ে mobile data অন করে দিন ।অন করার পর personal hotspot লিখা নিচে দেখা যাবে। সেখানে দেখবেন personal hotspot সবুজ বাতি জ্বলে আছে। আপনার কাজ মোটামুটি শেষ। এখন আপনি নিজের মত করে সেটিংস করে নিন। আপনি দেখবেন personal hotspot এর নিচে Wi-Fi Password লিখা আছে , অইখানে আপনার মনের মত password দিন কোন সমস্যা হবে না । এবার আপনি যদি ল্যাপটপ অথবা আপনার অন্য কোন মোবাইলে নেট ব্যবহার করতে চান তাহলে শুধু আপনার ল্যাপটপ অথবা আপনার মোবাইলের Wi-Fi অন করুন তারপর দেখবেন আপনার আইফোন যে নামে আছে সে নামে Wi-Fi দেখা যাচ্ছে।এবার কানেক্ট করুন পাসওয়ার্ড দিয়ে। মনে রাখবেন যে পাসওয়ার্ড আপনি আইফোনে দিয়েছেন সে পাসওয়ার্ড হতে হবে। তারপর মজা উপভোগ করুন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন