শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

[ম্যাজিক] আসুন ছোট্ট কিন্তু খুবই দারুন একটা ম্যাজিক শিকি!!পানির ভিতরে সুই ভা-সান!!!

ম্যজিক দেখতে কার না ভাল লাগে ? আমরা ম্যজিক দেখলে অনেক মজা পাই । কারন আপাত অসম্ভব একটা জিনসই আমাদের সামনে সম্ভবপর করে উপস্থাপন করা হয় ম্যজিকের মাধ্যমে । হুম এরকম একটা ম্যজিকই শিখিয়ে দিচ্ছি আপনাকে । তাহলে কথা না বাড়িয়ে - আসুন এবার কাজের কথায়। এই ম্যজিকটি দেখানোর জন্য প্রথমেই আপনার যা যা প্রয়োজন হবে: ●১.একটি গ্লাস বা মগ ভর্তি পানি; ●২.একটি টিসু/ পাতলা কাগজ; ●৩.একটি সুই(সবচেয়ে ছোট আকারের)। কার্যপ্রনালী: প্রথমেই মগ বা গ্লাস ভর্তি পানির মধ্যে টিসুটি রাখুন। তারপর টিসুটির উপর সুইটি রাখুন প্রায় .৩০/.৪৫ সেকেন্ড। এবার ধীরে ধীরে হালকা কোন কাটি দিয়ে নীচের দিকে টিসুটি নিয়ে নিন। তারপর কাটি দিয়ে আস্তে আস্তে টিসুটি তুলে আনুন। সাবধান পানিতে যেন খুব বেশী নাড়া- চড়া না হয় এবং সুইয়ের সাথে যেন কাটি না লাগে । এবার দেখেবেন পানিতে ভাসছে আপনার সুইটি। কাজ গুলো একটু সাবধানে করতে হবে যাতে পানি সহজে নড়তে না পারে। ম্যাজিকটি কেমন লাগল জানাবেন । আর কোন সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন