শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

***এবার বরফ দিয়েই ধরান আগুন***

{{{{ টিপ্স এন্ড ট্রিক--- }}}}} *এবার বরফ দিয়েই ধরান আগুন*** আজকের টিপ্স টা একটু অন্যরকম। কিন্তু অবাক হবার কিছু নাই । আজকে youtube. এ একটা ভিডিও খুজতে গিয়ে এটা পেলাম। ভাবলাম শেয়ার করি..... উপকরনাদি:: ১। এক টুকরো বরফ। ২। একটা বড় সাইজের মগ । এখন আসেন কাজে নেমে যাই । প্রথমে মগের ভেতর আধা মগ পানি নিয়ে Deep refrigerator এ রেখে বরফ বানান । ঘন্টা দুয়েকের পর বরফ হয়ে গেলে বের করে নিন। এখন ঐ টুকরো টাকে হাত দিয়ে ঘসতে থাকুন । দেখবেন পানি পড়তে থাকবে । যখন পানি পড়বে তখন আপনি দেখেন আপনার বরফের টুকরোটা স্বচ্ছ হয়েছে কিনা ? যতক্ষণ আপনার বরফের টুকরোটা এমন স্বচ্ছ না হবে যে আপনি এ পিঠ থেকে অন্য পিঠ দেখতে পাচ্ছেন । ততক্ষন ঘসতে থাকুন। এখন আপনি কাঙ্কখিত পর্যায়ে চলে আসলে আপনি সূর্যের দিকে মুখ করে ঐ বরফের টুকরো কে রাখুন। একটু নাড়া চাড়া করুন। দেখবেন আলোক রশ্মি কেন্দ্রীভূত হয়েছে। যখন আলোক রশ্মি কেন্দ্রীভূত হবে। তখন আপনি ঐ অবস্থাতে রেখে নিচে একটা শুকনো পাতা বা কাগজের টুকরো রাখেন । দেখবেন কিছুক্ষন পর আগুন ধরে গেসে.। # বিঃদ্রঃ- আপনাদের উপকারের জন্য এমন সব পোস্ট লিখি তবু যদি কমেন্টে একটা 'ধন্যবাদ' বা 'Thanks' না দেন তবে এমন সব Creative পোস্ট লিখার উৎসাহ পাবো কই থেকে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন