সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৬

আপনাদের জন্য নিয়ে এলাম SYMPHONY PC SUITCE । মডেম না থাকলেও এন্ড্রইড ফোন দিয়ে পিসিতে ইন্টারনেট ব্যবহার করুন।

symphone-pc-suitch-300x25.png

আস্সালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম সিম্ফনি পিসি সুইচ। যদিও এটা অনেকের কাছে আছে তারপরও অনেকে আছে এটা কোথাও খোজেই পায়না। পিসি সুইট সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। এটাতে অনেক কিছু করা যায়। কিন্তু মূলত এটা আমরা ব্যবহার করি কম্পিউটারে এন্ড্রইড কানেক্ট করে নেট ব্যবহার করার জন্য। অনেকের মডেম নেই বলে তারা পিসিতে নেট ব্যবহার করতে পারেন না। তাদের জন্য এই পিসি সুইচ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন