বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০১৬

আসছে নতুন ম্যাকবুক

মার্কিন টেক জায়ান্ট অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান 'অ্যাপল ইভেন্ট'। নতুন পণ্য পেতে তাই এই ইভেন্টের জন্যি মুখিয়ে থাকেন অ্যাপল ভক্তরা। চলতি বছরের ২১ মার্চ অনুষ্ঠিত হয় 'স্পেশাল অ্যাপল ইভেন্ট'। এই ইভেন্টকে ঘিরে না জল্পনা কল্পনাই চলে আসছিল অ্যাপল ভক্তের মনে।


ভক্তদের সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়েই ওই ইভেন্টে নতুন কিছু পণ্য উন্মোচন করে অ্যাপল। তবে এবার ভক্তদের জন্য খুব বেশি চমক আনতে পারেনি প্রতিষ্ঠানটি। সফটওয়্যার আপডেটের পাশাপাশি অ্যাপল ওয়াচের নতুন ব্যান্ড, ছোট আকারের নতুন আইফোন এসই এবং আইপ্যাড প্রো এর ক্ষুদ্র সংস্করণ ছাড়া নতুন কোন পণ্য উন্মোচন করেনি অ্যাপল। আইফোন, আইপ্যাডে কিছুটা পরিবর্তন আনলেও আশ্চর্যজনকভাবে ম্যাকবুক নিয়ে কোন ঘোষণাই দেয়নি প্রতিষ্ঠানটি।

ম্যাকবুক নিয়ে ওই অনুষ্ঠানে কোন ঘোষণা না এলেও সামনের গ্রীষ্মেই নতুন ম্যাকবুক উন্মোচন করা হতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছে। ২২ মার্চ প্রযুক্তি বিষয়ক সাইট ডিজিটাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, এ বছরের দ্বিতীয় প্রান্তিকের শুরুতেই নতুন "আল্ট্রা-থিন" ১৩ ইঞ্চি এবং ১৫ ইঞ্চি ম্যাকবুক বাজারজাত করবে অ্যাপল। জুনের মাঝামাঝি প্রতিষ্ঠানের বার্ষিক ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার্স কনফারেন্স (ডাব্লিউডাব্লিউডিসি) এ ল্যাপটপটি উন্মোচন করা হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

ডিজিটাইমসের ওই প্রতিবেদনে আরও জানানো, নতুন এই ম্যাকবুকটি দেখতে অনেকটাই ১২ ইঞ্চি ম্যাকবুকের মতো হবে। গত বছরে বাজারে আসা নতুন ১২ ইঞ্চি ম্যাকবুকটি, ম্যাকবুক এয়ার থেকেও পাতলা। আর অ্যাপল এখনো পর্যন্ত ম্যাকবুক এয়ারের কোন ১৫ ইঞ্চি সংস্করণ উন্মোচন করেনি। তাই নতুন ম্যাকবুক এটির আপডেটেড সংস্করণ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এতে রেটিনা ডিসপ্লে সংযুক্ত করা হতে পারে বলেও জানিয়েছে অ্যাপল বিষয়ক সংবাদ মাধ্যম ৯টু৫ ম্যাক।

নতুন ম্যাকবুকে ইনটেলের স্কাইলেকে প্রসেসর ব্যবহার করা হতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছে অনেক দিন থেকেই। ৯টু৫ ম্যাক জানিয়েছে, অ্যাপল ইতোমধ্যেই ম্যাকবুকে স্কাইলেক প্রসেসর যুক্ত করা শুরু করেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন