বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ ঠিক ১ বছরের মাথায় ফের পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। ৯ মার্চ দেখা যাবে পূর্ণ সূর্যগ্রহণ । বাংলাদেশ, ভারত সহ বিশ্বের প্রায় বেশির ভাগ জায়গা-ই সাক্ষী থাকবে এই সূর্য গ্রহণের। তবে ভারতে দেখা যাবে আংশিক ।
বিশ্বের মধ্যে এই গ্রহণের সব থেকে বেশি অংশ দেখা যাবে আন্দামান নিকোবরে।পরবর্তী সূর্যগ্রহণের জন্য অপেক্ষা করতে হবে ১ বছরেরও বেশি সময়। পরের পূর্ণগ্রাস সূর্যগ্রহন হবে ২০১৭ সালের ২১ আগস্ট।
২০১৬ সালের এই পূর্ণ সূর্যগ্রহণ ইন্দোনেশিয়ার কিছু অংশ, সুমাত্রা, বোর্নিও, সুলাওয়েসি এবং প্রশান্ত মহাসাগরের কিছু কিছু অঞ্চল থেকে দেখা যাবে। এছাড়াও উত্তর ও পূর্ব অস্ট্রেলিয়া, দক্ষিণ এশিয়ায় এবং পূর্ব এশিয়ার কিছু কিছু অঞ্চল থেকেও আংশিক সূর্যগ্রহণও দেখা যাবে।
৯ মার্চ সকাল ৬টা ১৭ মিনিট থেকে শুরু হবে পূর্ণ গ্রহণ এবং স্থায়ী হবে ৯ টা ৩৮ মিনিট পর্যন্ত। এর পর আরও কিছুক্ষণ দেখা যাবে আংশিক সূর্য গ্রহণ। আংশিক গ্রহণ শেষ হবে ১০ টা ৩৫ মিনিটে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন